ডা. জাফরুল্লাহর আদালত অবমাননার রায় ৩০ আগস্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ আগস্ট এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।
আজ সোমবার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
এ সময় ডা. জাফরুল্লাহর পক্ষে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী আবদুল বাসেত মজুমদার। এর আগে গতকাল রোববার ডা. জাফরুল্লাহ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত অবমাননার অভিযোগকারীর আইনজীবী মো. শামীম আজিজ ও মোরশেদ আহমেদ খান শুনানিতে অংশ নেন। তাঁরা জাফরুল্লাহর শাস্তির বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। আদালত শুনানি শেষে আগামী ৩০ আগস্ট রায়ের দিন ধার্য করেন।
এর আগে গত ৬ জুলাই ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদনটি জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
উল্লেখ্য, গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন আদালত। শাস্তি হিসেবে তাঁকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, আজকের আদালত অবমাননার রায়টা তিনজন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ। যেখানে বিচারপতিরা সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে ন্যায়বিচার হয় না।