নেত্রকোনায় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

নেত্রকোনায় পানিতে ডুবে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে আজ মঙ্গলবার দুপুরে খালের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চানপুর গ্রামের বাসিন্দা আক্কাছ মিয়ার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সোনিয়া আক্তার ও আক্কাছের ছোট ভাই সাচ্চু মিয়ার দুই বছর বয়সী ছেলে তোফায়েল আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল। খেলাধুলা করার সময় হঠাৎ বাড়িসংলগ্ন খালের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবার ও প্রতিবেশীরা খালের পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় শিশু দুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান শিশু দুটির পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।