‘কয়েল নিয়ে ঝগড়া’, স্ত্রীকে ‘হত্যার’ পর স্বামীর আত্মসমর্পণ

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে ‘হত্যার’ পর স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম রুমা আক্তার (৩২)। ঘটনার পর স্বামী জামাল উদ্দিন সরকার আটপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, সুখারী গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী রুমা আক্তারের প্রায়ই অভাবসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। রাতে কয়েল আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে স্বামী জামাল উদ্দিন ধারালো দা দিয়ে কুপিয়ে রুমাকে হত্যা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, আজ সকালে জামাল উদ্দিন সরকার থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে কেন ও কীভাবে হত্যা করেছেন তার বর্ণনা দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।