৭০০ ভরি স্বর্ণালংকার লুট, ১২ দিনে পাঁচ ভরি উদ্ধার!

মানিকগঞ্জ শহরের নাগ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এর মধ্যে চারজন ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত এবং তিনজনের হেফাজতে রাখা ছিল ডাকাতি হওয়া স্বর্ণালংকার। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচ ভরি স্বর্ণালংকার, ডাকাতিকাজে ব্যবহৃত পিস্তল, মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।
আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘নাগ জুয়েলার্সে ডাকাতির পর থেকে জেলা পুলিশের কয়েকটি দল দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত কিছু স্বর্ণালংকার উদ্ধার করে। বাকি ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পুরোনো ছবি
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ী এলাকার সোহেল মোল্লা (২৬), পাবনার আতাইকুলা থানাধীন কাজীপুর এলাকার মো. বারেক (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর এলাকার মো. ইনসান কাজী (৩৬), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া মণ্ডলপাড়া এলাকার কামরুন নাহার কেয়া (২৭), কুড়িগ্রামের পশ্চিম কল্যাণ ধুলাউড়া এলাকার আরিফুল ইসলাম (১৮), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার ফরিদ (২৯) ও ফরিদপুরের সদরপুর উপজেলার দশহাজার ঢেউখালী এলাকার আলী খান (৪৫)।
মাহফুজুর রহমান আরো বলেন, ‘সংঘবদ্ধ এই ডাকাতদলটি দেশের বিভিন্ন স্থানে ডাকাতির পর ভারতে গিয়ে গা ঢাকা দেয়। কয়েক মাস থাকার পর আবার তারা ফিরে ডাকাতির ঘটনা ঘটায়।’
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় শহরের নাগ জুয়েলার্সে একদল ডাকাত অস্ত্রের মুখে দোকানের মালিক-কর্মচারীকে জিম্মি করে ৭০০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। পুরো বিষয়টি জুয়েলার্সের সিসি ক্যামেরায় ধরা পড়ে।