নেত্রকোনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নেত্রকোনা জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবদুস সালাম (৩০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল কুদ্দুস জানান, গত ২১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বানিহারী গ্রামের কল্লোল হত্যা মামলার রায়ে আবদুস সালামের যাবজ্জীবন সাজা হয়। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বানিহারী গ্রামে। তাঁকে কারাগারে আনার পর থেকেই তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
জেল সুপার জানান, সকাল সালামের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান লাভলু জানান, সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এক কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।