ভালোবেসে বিয়ের পর তালাক, মারধরে মৃত্যু যুবকের

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মারধরের শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৮ দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের নাম আনিসুর রহমান আনিস (৩০)। তিনি সাটুরিয়া উপজেলার দক্ষিণ কামতা এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।
আনিসের বড় ভাই নাছির হোসেন জানান, এক বছর আগে প্রতিবেশী আবদুস সোবহানের মেয়ে সোনিয়াকে ভালোবেসে বিয়ে করেন আনিস। কিন্তু সোনিয়ার বাবা এ বিয়ে মেনে নেননি। ফলে মাস দুয়েক আগে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। গত ২৯ অক্টোবর সোবহান কয়েকজন সহযোগীকে নিয়ে উপজলার গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আনিসকে মারধর করেন।
পরে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আনিসকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
নাছির অভিযোগ করেন, এ বিষয়ে সাটুরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ করলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। মারধরের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ার হোসেনও জড়িত ছিলেন।
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, এ ঘটনায় আনিসের শ্বশুর সোবহানসহ বেশ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন নাছির। এ বিষয়ে তদন্তও হয়। কিন্তু পরে আনিসের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না করায় লিখিত অভিযোগটি এন্ট্রি করা হয়নি।