নারায়ণগঞ্জের অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের শিশু ফারিয়াকে অপহরণের একদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত অপহরণকারী দেলোয়ার হোসেনকেও (২৩) আটক করা হয়।
পারিবারিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বুধবার বিকেলে অপহরণ করা হয় দর্জি ব্যবসায়ী শাহ আলমের মেয়ে ফারিয়াকে। শাহ আলমের দোকানের কর্মচারী দেলোয়ার হোসেন এই অপহরণ করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, অপহরণের কয়েক ঘণ্টা পর দেলোয়ার অজ্ঞাত নম্বর থেকে মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ওই শিশুর বাবা থানায় এসে অভিযোগ করেন। পুলিশ মোবাইলের কললিস্ট ধরে এগুতে থাকে। এরপর ১১ হাজার টাকা বিকাশে পাঠায় ওই শিশুর পরিবার। সিদ্ধিরগঞ্জের থানা পুলিশের একটি টিম সারা রাত ফারিয়াকে উদ্ধারের অভিযান চালায়।
বৃহস্পতিবার দুপুরে বিকাশের টাকা উত্তোলনের সময় গাজীপুর সদরে নবপাড়া থেকে দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ। তারপর দেলোয়ারের বড় বোন ফরিদা আক্তারের বিআরটিএর কলোনির বাসা থেকে ফারিয়াকে উদ্ধার করা হয়।
ফারিয়াকে উদ্ধারের পর তার বাবা শাহ আলম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।