থানার গ্রিল ভেঙে পালানো আসামি একমাস পর গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় থানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামিকে এক মাসের মাথায় শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নেত্রকোনার পূর্বধলায় থানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামিকে এক মাসের মাথায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সাতগাঁও আমতলা বাজার থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি রুবেল মিয়া (২৫) পূর্বধলা উপজেলার বড়ুয়াকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হত্যা মামলায় গত ৯ অক্টোবর রাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামি রুবেল ১১ অক্টোবর ভোরে প্রাকৃতিক কাজ সারতে থানার টয়লেটে যান। পরে তিনি টয়লেটের গ্রিল ভেঙে সেখান থেকে পালিয়ে যান। রুবেলের নামে পূর্বধলা ও দুর্গাপুর থানায় একাধিক হত্যা মামলা আছে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, রুবেল পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।