‘আগামী নির্বাচনে বিএনপি বিরোধী আসনে বসবে’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ বিপুল ভোটে ক্ষমতায় বসাবে। আর বিএনপি বিরোধী আসনে বসবে।’
আজ রোববার পাটুরিয়া ঘাটে মোংলা বন্দর থেকে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়নের ড্রেজিংকাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। পাটুরিয়া ঘাট টারমিনালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৫০ কিলোমিটার নৌপথ ড্রেজিংকাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পদ্মা, গঙ্গা, কচা, স্বরূপকাঠি, আমতলী ও আড়িয়াল খাঁ নদী ১০০ মিটার প্রশস্ততা ও শুষ্ক মৌসুমে চার মিটার গভীরতা হবে।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘গণতন্ত্রের কথা বলবেন, নির্বাচনে আসবেন না, তা হয় না।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজ্জামেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন।