মানিকগঞ্জে সওজ শ্রমিকদের কর্মবিরতি চলছে

মানিকগঞ্জে সাত দফা দাবিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের শ্রমিকদের কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন শুরু হয়েছে।
বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস প্রাঙ্গণে অর্ধ কর্মদিবস অবস্থান কর্মসূচি, বিক্ষোভ, প্রতিবাদ সভা করা হয়। আগামী ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন এই কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ নভেম্বর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান, গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পূর্ণ কর্মবিরতি পালন এবং ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় নিয়ে অবস্থান ধর্মঘট করা হবে।
আজ সকালে সড়ক ও জনপথ অফিস প্রাঙ্গণে শ্রমিকরা অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য দেন মো. নুরুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, আবদুল হক, শহিদুল ইসলাম, মিরাজ হোসেনসহ অনেকেই।