ভালুকায় ঝুটের গুদামে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রবিবার দুপুরে একটি ঝুটের গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ছবি : এনটিভি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রবিবার দুপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদাম মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে ঝুট, ফেব্রিক, টিনের ঘরসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ সময় পাশের বাসা-বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ মহাসড়কের এক লেন বন্ধ করে দিয়ে অপর লেন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, বিদ্যুৎ অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুদাম মালিক জসিম উদ্দিন ও সুমন জানান, দুপুর ২টার দিকে গুদামে হঠাৎ আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।