মানিকগঞ্জে বাস উল্টে দুজন নিহত

মানিকগঞ্জের আড়পাড়া এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে আজ রোববার সৌদিয়া পরিবহনের এই বাস উল্টে দুজন নিহত ও ১০ জন আহত হয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে শিবালয় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্টো-ব ১১-০১৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।