পাহাড়ে বন্যার অবনতির আশঙ্কা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আজ শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ আশঙ্কার কথা জানায়।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নদ-নদীর ২৬টি স্থানে পানি বৃদ্ধি ও ৫৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। চারটি স্থানে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে শুরু করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলাগুলোয় কতিপয় অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ২৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৫৩টি স্থানে পানি হ্রাস পেয়েছে। পাঁচটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। চারটি স্থানে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।