ব্যাংক থেকে টাকা তোলাই কাল হলো নাজিমুদ্দিনের

মানিকগঞ্জে ছিনতাইকারীর গুলিতে মো. নাজিমুদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার দিঘুলিয়া গ্রামে। আজ রোববার দুপুরে শহরের পশ্চিম দাশড়া কবরস্থানে এই ঘটনা ঘটে।
নিহত নাজিমুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, দুপুরে মানিকগঞ্জ শহরের ইসলামী ব্যাংক শাখা থেকে এক লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করেন তাঁর স্বামী নাজিমুদ্দিন। পরিচিত হ্যালোবাইক চালক আবদুস সালামের কাছে টাকাগুলো দিয়ে স্বামী-স্ত্রী ওই হ্যালোবাইকে করে বাড়িতে যাচ্ছিলেন। শহরের পশ্চিম দাশড়া গোরস্থান মোড়ে এলে তিনজন ছিনতাইকারী হ্যালোবাইকের গতি রোধ করে এবং পিস্তলের মুখে টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা নাজিমুদ্দিনের বুকে গুলি করে পালিয়ে যায়।
আহত নাজিমুদ্দিনকে স্থানীয়দের সহায়তায় মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ছিনতাইকারীদের গুলিতে একজন নিহতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, একটি কিশোর গ্রুপ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সম্ভবত এই গ্রুপটিই এর আগে গত ১০ অক্টোবর সদর উপজেলার নবগ্রাম এলাকায় একজনের হাতে গুলি করে টাকা ছিনতাই করার চেষ্টা করেছিল।