রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বন্ধুহীন : দুদু

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এখন বন্ধুহীন দেশ বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রোহিঙ্গা সংকট : বন্ধুরাষ্ট্রের ভূমিকা-প্রত্যাশা’ আলোচনা সভায় এই দাবি করেন তিনি।
বিএনপি নেতা বলেন, ‘পাশের বাড়ির যে বন্ধু ছিল তাকে সবকিছু দিলাম, খাওয়ালাম, দাওয়ালাম। কিন্তু আমাদের দিকে না তাকিয়ে সু চির (মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি) হাতে হাত রাখল।’
দুদু বলেন, ‘মোদি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) একটা সাম্প্রদায়িক দেশের নেতা। যে দেশ তাজমহলও মানতে চায় না। চীনও সু চির পাশে। রাশিয়াও নেই।’ তিনি আরো বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, অর্থনীত বলতে কিছু নেই। পৃথিবীতে এত লুটের ঘটনা ঘটেনি। অর্থমন্ত্রী স্বীকার করেছেন, দেশে পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত, চীন, রাশিয়ার হাত রয়েছে। তারা ব্যবসা করছে। সামনে পড়ে গেছে মুসলমান। রোহিঙ্গা সংকট মূলত অস্ত্র ব্যবসা থেকে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে পরিবর্তন দরকার। সে পরিবর্তনে নেতৃত্ব দেবে বিএনপি।’
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোযাজ্জেম হোসেন আলাল বলেন, ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারলে বিএনপি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে। রোহিঙ্গা ইস্যু জিইয়ে রাখার পেছনে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিকে আড়াল করার চেষ্টা থাকতে পারে বলেও দাবি করেন আলাল।