রিজভীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

নাশকতার দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে মতিঝিল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এর ফটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কাশিমপুর কারাগারের জেলার নাসির আহমেদ এনটিভি অনলাইনকে জানান, রুহুল কবির রিজভীকে মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় দুই তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেন দুপুর ১২টা থেকে ১টা ১০মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন।
গত ৮ জানুয়ারি মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এবং ১৯ জানুয়ারির ঘটনায় মামলা করেন একই থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর।
গত মঙ্গলবার নাশকতার ওই দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।