‘জীবন বিপন্ন রেখে মামলা পরিচালনা করেছি’

জীবন বাজি রেখে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম।
সাকার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে এনটিভি অনলাইনকে মালুম এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে মামলা চলাকালীন সাকা চৌধুরী আইনজীবী ও সাংবাদিকদের অনেক হেয়প্রতিপন্ন করেছেন। তাঁর বিরুদ্ধে যখন সাক্ষ্য জোগাড় করতে গিয়েছি, তখন রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় আমাদের অনেক হুমকি-ধমকি দেওয়া হয়েছে। জীবন বিপন্ন রেখে তাঁর মামলা পরিচালনা করেছি। প্রত্যাশিত রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করছি।’
জেয়াদ আল মালুম বলেন, সাকা চৌধুরী পুরো বাংলাদেশের মানুষের কাছেই একজন চিহ্নিত, বড় মাপের অপরাধী। তিনি এ বিচারকে দমন করার জন্য অনেকভাবেই চেষ্টা করেছেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা। আইনের হাত সবার চেয়ে বড়। অপরাধী যত বড়ই হোক, আইনের ঊর্ধ্বে নয়, তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি, দ্রুত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে সাকা চৌধুরীর আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।