নিখোঁজের তিনদিন পর নদীতে পাওয়া গেল পল্লীচিকিৎসকের লাশ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে এক পল্লীচিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বেতাই নদীতে কচুরিপানার ভেতর থেকে কাজী মজিবুর রহমান (৪৫) নামের ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী আনসারী জানান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঢাকাপাড়া গ্রামের মজিবুর রহমান গত সোমবার রাতে জৈনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। কোথাও তাঁকে খুঁজে না পেয়ে ওদিন রাতেই মজিবুরের ভাই মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তেঁতুলিয়া ইউনিয়নের ঢাকাপাড়া গ্রামের পাশেই বেতাই নদীর কচুরিপানার মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মরদেহটি উদ্ধারের পর মুজিবুরের পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন জিন্নাত আলী আনসারী। আর এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।