মালিতে নিহত সেনা জাকিরুলের বাড়িতে কেবলই শোক

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত হয়ে আফ্রিকার দেশ মালিতে নিহত সেনাসদস্য জাকিরুল ইসলাম সোহাগের নেত্রকোনার বাড়িতে চলছে মাতম। আজ সোমবার সকালে পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ বাবা ছফির উদ্দিন সরকার, মা জোসনা বেগম, স্ত্রী মার্জিয়া তামান্নাসহ পরিবারের অন্য সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন।
পরিবারের উপার্জনক্ষম এই মানুষটির এই অকালমৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। জাকিরুল ইসলামের পরিবারে বাবা-মা ও স্ত্রী ছাড়াও আছে ছয় বছরের ছেলে তাইজ ও তিন বছরের আরেক ছেলে তাজদীদ। অবোধ এই দুই শিশু অপলক দৃষ্টিতে সবার মুখের দিকে তাকাচ্ছে। তারা বুঝে উঠতে পারছে না কেন এই মাতম।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে জাকিরুলের চাচাতো ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুল ইসলাম মুঠোফোনে এই মৃত্যুসংবাদটি পরিবারকে জানান। এর পর থেকেই পূর্বধলার জারিয়ায় জাকিরুলের বাড়িতে কেবলই শোক।
জাকিরুলের বড় ভাই জানান, গত শনিবার বিকেলে স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেছিলেন জাকিরুল। তখন সবার কাছে দোয়া চান তিনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে সেনাবাহিনীর আর্টিলারি কোরে যোগদান করেছিলেন জাকিরুল। চলতি বছরের ১৭ মে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন।