বিসিবির পক্ষে বন্যার্তদের ত্রাণ দিলেন সাকিব ও দুর্জয়

বিসিবির পক্ষে মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ দেন সাকিব আল হাসান ও নাঈমুর রহমান দুর্জয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও স্থানীয় সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
আজ সোমবার ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ।
এ সময় সাকিব আল হাসান বলেন, ‘এ রকম জনসেবামূলক কাজ করলে ভালো লাগে। আমাদের যাদের এ সুযোগ আছে করার, সুযোগটা নিয়ে যাদের প্রয়োজন তাদের জন্য কাজ করা, এটা আমাদের সবারই দায়বদ্ধতা। এ কারণেই এখানে আসা। ভবিষ্যতে এ রকম আরো কাজ করার সুযোগ থাকলে আমি অবশ্যই করব।’
এ সময় বিসিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আবদুল বাতেন ও সদস্য গামেনি সিলভা।