মোহনগঞ্জে দুই মাথা নিয়ে মৃত শিশু ভূমিষ্ঠ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাথাওয়ালা এক মৃত শিশু ভূমিষ্ঠ হয়েছে। আজ শনিবার দুপুরে ভূমিষ্ঠ হওয়া শিশুটির ওজন ছিল সাড়ে তিন কেজি। এ ঘটনায় দুই মাথাওয়ালা মৃত ওই শিশুটিকে দেখতে হাসপাতালে উৎসুক জনতা ভিড় জমায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার পারলা এলাকার হারুন মিয়ার স্ত্রী লাকী আক্তার অন্তঃসত্ত্বা হলে মোহনগঞ্জের ৫ নম্বর সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলাটি গ্রামে তাঁর বাবার বাড়ি চলে আসেন। শনিবার প্রসব বেদনা হলে তাঁকে সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে দুপুরে চিকিৎসক মৌরী বসাকের তত্ত্বাবধানে সেবিকা নূর ফারজানা ও রেহেনা আক্তারের সহযোগিতায় অস্ত্রোপচার হয়। ডা. মৌরী বসাক জানান, মৃত বাচ্চা প্রসব হলেও মা লাকী আক্তার সুস্থ আছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন।