নেত্রকোনায় বজ্রাঘাতে স্কুলছাত্রসহ তিনজন নিহত

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রাঘাতে এক স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার নেত্রকোনা জেলা সদরের চল্লিশা, কেন্দুয়া ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার চল্লিশা এলাকার মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কারলী গ্রামের আবদুল মজিদের ছেলে মো. মোফাজ্জল মিয়া আজ সকালে গ্রামের পাশের বিল থেকে মাছ ধরার জাল তুলতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমূর আমির ইলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান মিলন খান নামের এক জেলে। তিনি ইউনিয়নের বাঘমারা গ্রামের খাজালি খানের ছেলে। তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি মদন থানার ওসি মো. শওকত আলী নিশ্চিত করেছেন।
অপরদিকে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে রতন মিয়া (৩৬) আজ সকালে বাড়ির সামনের বাশুরিয়া হাওরে গরুর জন্য ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বজ্রপাতে একই দিনে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।