রাতে ভর্তি হলেন হাসপাতালে, সকালে লাশ মিলল ময়দানে

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আব্দুস সালাম (৪৫) নামের ওই রোগী হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকালে হাসপাতাল চত্বরের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কার্যালয়ের পেছনের খোলা ময়দান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই সালামের স্ত্রী খুশী বেগম ও শাশুড়ি সাহিদা বেগম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সালাম শহরের আনন্দনগর সরদারপাড়া মহল্লার আহম্মদ আলীর ছেলে।
সদর হাসপাতালের আরএমও মো. মাহফুজার রহমান এনটিভি অনলাইনকে বলেন, প্রশ্রাবের সমস্যা নিয়ে মঙ্গলবার রাতে ভর্তি হলে সালামকে চিকিৎসা দেওয়া হয়। ভোর রাত থেকে তাঁকে আর বেডে পাওয়া যায়নি।
মো. মাহফুজার রহমান আরো বলেন, চিকিৎসক ও নার্সরা মনে করেন, রোগী হয়তো কাউকে না বলে বাড়ি চলে গেছেন। সকালে আমার কার্যালয়ের পেছনে সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান লোকজন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিহতের চাচাতো ভাই মকছেদ আলী জানান, সালাম মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ কয়েকজন সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ১২ নম্বর বেডে ভর্তি করে দেন। বুধবার সকালে তাঁর লাশ পাওয়া যায় আরএমও কার্যালয়ের পিছনে ফাঁকা জায়গায়।