রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাফাই গাইছে বাংলাদেশ : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকটে মিয়ানমার সরকারের সাফাই গাইছে বাংলাদেশ সরকার।
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে মোশাররফ এই মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করতে মিয়ানমার সরকার রাষ্ট্রীয়ভাবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বহির্বিশ্ব এর প্রতিবাদ জানিয়েছে। অথচ বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে যারা রোহিঙ্গা ইসুতে কর্মসূচি পালন করছে তাদেরই সমালোচনা করছে।
‘মিয়ানমার যা বলছে, বাংলাদেশ সরকার তাদের পক্ষে যে সাফাই গাইছে, এটা সঠিক নয়। তারা একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার জন্য সরকারিভাবে এই সন্ত্রাস চালাচ্ছে। এটাকে কখনো আমরা সমর্থন করতে পারি না’, বলেন মোশাররফ।
একটি নির্দিষ্ট সময়ের পর বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।