কলমাকান্দার বন্যাদুর্গতরা ত্রাণ পেলেন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচটি ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজ শুক্রবার ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের হাওর বেষ্টিত এলাকা বড়কাপন, খারনৈ, লেঙ্গুরা ও পোগলা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ, লবণ, ওরস্যালাইন,বিভিন্ন ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল সিদ্দিকী, ব্র্যাক ব্যাংক নেত্রকোনা শাখা ব্যাবস্থাপক মো. সোহেল রানা, সিনিয়র অফিসার মোত্তাফাক ঠাকুর, ব্র্যাক ব্যাংক অফিসার সুমন চন্দ্র সরকার,আব্দুল মালেক,মো.আইয়ুব আলী এবং অন্যান্য ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।