প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ বিএনপির

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নেত্রকোনার নতুন হাসপাতাল রোডে জেলা বিএনপির সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, মিয়ানমারে জাতিগত সহিংসতা ও রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় বিএনপি আজ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়ার পাশাপাশি পুলিশ তাদের কর্মসূচি পালনে বিধি-নিষেধ আরোপ করে। এ কারণে শেষ পর্যন্ত মানববন্ধন করা যায়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান পাঠান, সহসাধারণ সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, সহ-যুববিষয়ক সম্পাদক কামরুল হক, সৈয়দ ফেরদৌস, শরিফুল আলম সবুজ ও ফারুক তালুকদার।
এ বিষয়ে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে প্রতি দিনই বিভিন্ন সংগঠন মানববন্ধন করছে। পুলিশ বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না হওয়ার জন্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।