নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, হামলায় কলেজছাত্র নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম আজিজুল হক (২২)। তিনি বারহাট্টার আসমা ইউনিয়নের ভাটিয়া নোয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হকের ছেলে। পড়তেন নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষে।
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. সালেমুজ্জামান জানান, ভাটিয়া নোয়াপাড়া গ্রামের মঞ্জুরুল হকের সঙ্গে সিদ্দিকুর রহমান, ইনছান মিয়া ও শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে আসমা বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় মঞ্জুরুল হকের ছেলে আজিজুলকে কুপিয়ে গুরুতর আহত করেন সিদ্দিকুর রহমান ও তাঁর লোকজন। স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাতে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে আজিজুলকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।
সালেমুজ্জামান আরো জানান, দুই পক্ষই পরস্পর আত্মীয়। অভিযান চালিয়ে আজ সকালে ভাটিয়া নোয়াপাড়া গ্রাম থেকে শফিকুল ইসলামের ছেলে রিফাতকে (২৩) আটক করা হয়। মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।