ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। আর এর প্রতিবাদে আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে ব্যর্থ হয়ে সমাবেশ করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ দুপুরে মানিকগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করতে গেলে আদালতের মূল ফটকে বাধা দেয় পুলিশ।
পুলিশ মূল ফটক বন্ধ করে দিলে নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন। জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক প্রমুখ বক্তব্য দেন।
নাসির আহমেদ, গাজীপুর : আজ দুপুরে গাজীপুর শহরের কাজী আজীম উদ্দিন কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর মহানগর ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে রাজীবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে পাবনা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাঁদের মিছিল করতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য দেন সংগঠনের নেতারা। সেখানে দ্রুত রাজীব আহসানের মুক্তি দাবি করা হয়।