প্রার্থীরা সমান ভোট পেলে লটারি নয়, পুনরায় নির্বাচন : ইসি

যেকোনো নির্বাচনে দুই প্রার্থীর প্রাপ্ত ভোট যদি সমান হয়, সেক্ষেত্রে লটারির আয়োজন করা হতো। তবে এবার থেকে এমন পরিস্থিতিতে নাসির উদ্দিন কমিশন আর লটারির ব্যবস্থা রাখবে না, এক্ষেত্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘পূর্বে একটি বিধান ছিল, দুই প্রার্থীর মধ্যে ভোট সমান সংখ্যার হয়ে গেলে, লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হতো; সেটা সামনে আর হবে না। এক্ষেত্রে, পুনরায় ভোট হবে।’
এ নির্বাচন কমিশনার বলেন, না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল, এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। তাকে ‘না’ ভোটের বিপক্ষে নির্বাচন করতে হবে। সেই ভোটে প্রার্থী যদি ‘না’ এর চেয়ে বেশি ভোট পেয়ে যান, তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন। আর যদি কোনো কারণে না ভোট বেশি হয়, তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায়, যে একমাত্র প্রার্থীই আছেন; তাহলে আর ইলেকশন হবে না। একবার অন্ততপক্ষে না ভোটের সঙ্গে সিঙ্গেল প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, তদন্তে ভোটের অনিয়মের প্রমাণ পেলে রিটার্নিং অফিসার কেন্দ্র থেকে আসন, পুরো ফলাফল স্থগিত করতে পারবেন। তবে, গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পর আর রিটার্নিং অফিসারের কোনো কিছু করার থাকে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, গেজেট পাবলিশ করে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু মেনেই করে। সো, গেজেট পাবলিকেশন ইটসেলফ ইজ এ সার্টিফিকেশন। নির্বাচন কমিশন এটার দায়িত্ব নিয়েছে।