মানিকগঞ্জ-ঢাকা পথে এসি বাসের উদ্বোধন

মানিকগঞ্জ-ঢাকা পথে চালু হচ্ছে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস। বাসগুলো মানিকগঞ্জের বিজয় মেলার মাঠ থেকে যাত্রা শুরু করে ঢাকার ফার্মগেট হয়ে মতিঝিল পৌঁছাবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আনুষ্ঠানিকভাবে এই এসি বাসের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, বাসটির বাস্তবায়নকারী দুই উদ্যোক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার, শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, নিটল মোটরস লিমিটেডের বাণিজ্যিক যানবাহন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) তসলিম চৌধুরী, এসি ই বিভাগের এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. এমরান হোসেনসহ অনেকেই।