মানিকগঞ্জে দুটি মন্দিরে ১৫ মূর্তি ভাঙচুর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শোলাই বাঙ্গালা গ্রামের দুটি মন্দিরের ১৫টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতের কোনো এক সময় এই মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রাজবংশী এই তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গণে ভাঙচুর করা মূর্তিগুলো এলোমেলো পড়ে থাকতে দেখে মন্দির কমিটিকে খবর দেয়। পরে সিংগাইর থানার পুলিশের একটি ক্রাইম সিন দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
মন্দির কমিটির কর্মকর্তারা জানান, মন্দিরের দখলে থাকা খাসজমির বিরোধের জের ধরে মূর্তি ভাঙচুর করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনাটা অবশ্যই নিন্দনীয়। আমরা প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করছি।’
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মন্দিরসংলগ্ন একটি জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে।
জেলা প্রশাসক নাজমুস সাদাত সেলিম জানান, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনাস্থল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করেছেন।