কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত দিন পার মাদ্রাসা ছাত্রদের

কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংগ্রহের কাজে আজ শনিবার সারা দিন ব্যস্ত ছিলেন রাজধানীর বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। সকালে ঈদের জামাত শেষ করেই বেরিয়ে পড়েন পশু জবাইয়ের উদ্দেশে।
আজ বিকেলে কথা হয় সাকিব নামের এক মাদ্রাসা ছাত্রের সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে জানান, সকাল থেকে ২০টি গরু জবাই করেছেন। আর ২০টি গরুর চামড়া তাদের মাদ্রাসায় চলে আসবে।
রোকন শেখ নামের অপর এক মাদ্রাসা ছাত্র এনটিভি অনলাইনকে বলেন, তাদের মাদ্রাসায় গত বছর ২৯টি ছুরি ছিল। সেই ২৯টি ছুরি নিয়ে তারা ২৯ জন বের হয়েছিলেন গরু জবাই করতে। আর এবার তাদের মাদ্রাসায় আরো ছয়টি নতুন ছুরি কেনা হয়েছে। সে কারণে এবার ৩৫ জন ছাত্র পুরো রাজধানীতে গরু জবাইয়ের জন্য বের হয়েছিলেন।
রাজধানীর উত্তরা, মিরপুর, গুলশানসহ বিভিন্ন এলাকায় ছুরি হাতে নিয়ে দল বেঁধে মাদ্রাসা ছাত্রদের মহল্লায় ঘুরে বেড়াতে দেখা গেছে। অনেকে আগে থেকেই তাদের পশু কোরবানির জন্য আসতে বলেছিলেন। যারা লোক ঠিক করেননি তারা এসব ছাত্রদের দিয়ে পশু কোরবানি করেন।