নেত্রকোনায় সংঘর্ষে আহত ইউপি সদস্যের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য আজ শুক্রবার সকালে মারা গেছেন। এই খবরে নিহতের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঝায়েরকোনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম। তিনি কেন্দুয়ার গড়াডোবা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁর বাড়ি ঝায়েরকোনা গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
ওসি আরো জানান, মাছ ধরা নিয়ে বিবাদের জেরে গত মঙ্গলবার ঝায়েরকোনা গ্রামের কামরুল ইসলাম ও ছোবহান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত কামরুল ইসলাম আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর শুনে নিহতের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের অন্তত ১৫টি ঘরে ভাঙচুর করে। এ সময় লুটপাটের ঘটনাও হয়েছে। বাড়ির সামনে থাকা খড়ের গাদায় আগুন দেয় হামলাকারীরা।
ওসি দাবি করেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।