তিন লাখে জোড়া কিনে চার মাসে ১০ লাখ!

চাঁপাইনবাবগঞ্জের তিন বন্ধু আনোয়ার হোসেন, তসলিম শেখ ও মমিন হোসেন। দীর্ঘদিন ধরেই তাঁরা গরুর ব্যবসা করে আসছেন। এবার কোরবানিতে এই তিন বন্ধু গাবতলীর পশুর হাটে ৪০টি ভারতীয় গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন। প্রধান রাস্তার পাশেই হাটের একটি সেটের ভেতর সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে গরুগুলোকে। ৪০টির মধ্যে একটি গরু বিক্রি হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকায়। আর বাকিগুলো তাঁরা বিক্রি করতে চাচ্ছেন জোড়া ১০ লাখ টাকায়।
মাত্র চার মাস আগে এই গরুগুলো জোড়া প্রতি তিন থেকে চার লাখ টাকায় ভারত থেকে কিনেছিলেন ওই তিনজন। এই অল্প সময়েই গরুর দাম বাড়া নিয়ে মমিন হোসেন জানান, গরুগুলো কিনে আনার পর প্রতিদিন তাঁরা হাজার হাজার টাকা খাবারের পেছনে খরচ করেছেন। আর এখন যেহেতু ব্যবসার সময়, তাই দাম তো একটু বেশি হবেই।
আরেক গরু ব্যবসায়ী তসলিম শেখ জানান, গরুর ব্যবসায় যেমন লাভ, তেমন খরচও আছে। কেনার পর থেকে কোরবানির হাটে আনা পর্যন্ত গরুগুলোকে লালন-পালন করতে হয়। বাড়ি থেকে হাটে আনার জন্য ট্রাক ভাড়া দিতে হয়। আর হাটে যেখানে তিনি গরুগুলো বেঁধে রেখেছেন, সে জন্য প্রায় পাঁচ লাখ টাকা খরচ করতে হবে। এর মধ্যে তিন লাখ টাকা ভাড়া আর দুই লাখ টাকা ডেকোরেশনের।
এবারের ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ২২টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি ও উত্তর সিটি করপোরেশন এলাকায় নয়টি হাট।