নেত্রকোনায় সরকারি হওয়া কলেজশিক্ষক সমিতির স্মারকলিপি

নেত্রকোনায় বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয় সরকারীকরণকৃত কলেজশিক্ষক সমিতি। ছবি : এনটিভি
নেত্রকোনায় বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারীকরণকৃত কলেজশিক্ষক সমিতি।
জেলা প্রশাসকের কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় সরকারীকরণকৃত কলেজশিক্ষক সমিতির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ও সদস্য সচিব কামরুল হাসান খান পাঠানের নেতৃত্বে জেলার ছয়টি কলেজের শিক্ষকদের উপস্থিতিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
সরকারি হওয়া কলেজশিক্ষকদের নন ক্যাডার করার অপচেষ্টা ও শিক্ষকসমাজে বিভক্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে এবং সব শিক্ষককে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত, জিও জারি থেকে শিক্ষক-কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ, কার্যকর চাকরিকাল নির্ধারণ ও বিধি ২০০০ অধিকতর সংশোধন করে শিক্ষক নীতিমালা প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।