নেত্রকোনায় সম্রাজ হত্যা, স্ত্রীর ‘প্রেমিককে’ মৃত্যুদণ্ড

দীর্ঘ ১৪ বছর পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সম্রাজ মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। আজ মঙ্গলবার দুপুরে এই হত্যা মামলায় সম্রাজের স্ত্রীর ‘প্রেমিককে’ ফাঁসির আদেশ দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম দেলোয়ার ওরফে দিলু। তিনি কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল হাসিম।
অতিরিক্ত পিপি সাইফুল আলম প্রদীপ জানান, দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে আজ এই রায় ঘোষণা করা হয়। মামলায় সব মিলিয়ে মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সম্রাজ মিয়ার স্ত্রী জাহানারার সঙ্গে আসামি দেলোয়ারের প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি সড়কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সম্রাজকে খুন করেন দেলোয়ার।
এই ঘটনার পরদিন নিহত সম্রাজের মা জুলেখা আক্তার বাদী হয়ে দেলোয়ারকে একমাত্র আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।