মধ্য বাড্ডার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মধ্য বাড্ডায় আলাতুন্নেসা এলাকার টিনশেড বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি পেট্রলপাম্পের পাশের জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় এলাকাবাসী।
আগুনে ঝিলপাড়ে গড়ে ওঠা অর্ধশতাধিক কাঁচা ও টিনশেড ঘর ভস্মীভূত হয়। নিম্নবিত্ত পরিবারের মানুষ এসব ঘরে বাস করতেন। অধিকাংশ পরিবারের সদস্যরা ঈদের ছুটিতে বাড়িতে ছিলেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আগুনের কারণে আশপাশের বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।