পেছন থেকে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

নেত্রকোনা সদর উপজেলায় সাইফুল ইসলাম ইসলাম (৩২) নামের এক ব্যক্তির দায়ের কোপে তাঁর স্ত্রী রুমা আক্তার (২৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাংলা ইউনিয়নের রুই-নয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার রুই-নয়াপাড়ার নজরুল ইসলামের মেয়ে। দুই সন্তানের মা রুমা নেত্রকোনা শহরে গৃহকর্মীর কাজ করতেন। প্রতিদিন সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতেন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহনূর ই আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আট বছর আগে রুমা ও সাইফুলের বিয়ে হয়। সাইফুল বিয়ের পর থেকে রুমাদের বাড়িতেই থেকে মাঝেমধ্যে অটোরিকশা চালিয়ে সামান্য আয় করতেন। তাঁদের অভাবের সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এরই জেরে রাতে রুমা বাড়ির পেছনে পুকুরপাড়ে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় পেছন দিক থেকে গিয়ে রুমার গলায় দা দিয়ে জবাই করে হত্যা করে সাইফুল।
শাহনূর ই আলম আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনার পর সাইফুল পলাতক আছেন।