আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে

আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে এবং ত্যাগের মানসিকতা নেই। মানিকগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
আজ শনিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম। সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আকতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফিরোজ আহমেদ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, বিচারপতি নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ সেলিমুজ্জামান, খাজা রহমত আলী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, বঙ্গবন্ধু পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য-সচিব প্রভাষক মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সাদা-সিধে মানুষ। তিনি ছিলেন নির্লোভ, সাহসী। তিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নপূরণে সারা জীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা গর্বিত। তিনি ব্যক্তিজীবনে অভাবী ছিলেন। অথচ আমরা তাঁর অনুসারী হয়ে টাকার পাহাড় গড়তে ব্যস্ত। শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের ভোগের মানসিকতা ছেড়ে ত্যাগের মানসিকতায় তৈরি হতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমাদের চলতে হবে।