নেত্রকোনায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হীরাকান্দা এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের একটি বাস নেত্রকোনা থেকে কলমাকান্দায় যাচ্ছিল। পথে হীরাকান্দা এলাকায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে মোটরসাইকেলচালক আওলাদ হোসেন (৩০), আরোহী সাইফুল ইসলাম (৩৫) ও মুসলেম উদ্দিন (৫৫) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আওলাদ হোসেন ও সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মুসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বাসের চাপায় দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।