নায়করাজকে শেষ বিদায় দিতে জামালপুর থেকে ঢাকায়

প্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাককে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে জামালপুর থেকে ঢাকায় ছুটে এসেছেন পাঁচজন ভক্ত।
গতকাল সোমবার রাত ৩টায় রওনা হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছান ওই পাঁচজন।
নায়করাজের পাঁচ ভক্ত হলেন শহীদ আলম, শুক্কুর আলী, আলী হোসেন, জামান মিয়া ও তোফাজ্জল। তাঁদের সবাই জামালপুর শহরে কসমেটিকসের হকারি করেন।
জামালপুর থেকে ছুটে আসার বিষয়ে শহীদ আলম বলেন, ‘গতকাল সইন্ধ্যায় শুনছি রাজ্জাক মারা গেছে। এই কথা শুইনাই আমরা পাঁচজনে যুক্তি কইরা ঢাকায় ছুইট্টে আইছি। রাইত ৩টা ২০ মিনিটে ট্রেনে চইড়া আইজ সহালে ঢাহা পৌঁছাইছি।’
শুকুর আলী এনটিভি অনলাইনকে জানান, তাঁরা সবাই জামালপুর জেলা শহরে কসমেটিকসের হকারি করেন। সকাল সাড়ে ১০টা থেকে এখন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রখর রোদের মধ্যে শহীদ মিনারে দাঁড়িয়ে আছেন তাঁরা। ভক্তদের দীর্ঘ লাইনের জন্য এখন পর্যন্ত তাঁরা নায়করাজকে দেখতে, শ্রদ্ধা নিবেদন করতে পারেননি।
শুকুর আলী আরো জানান, দেখতে আসা পাঁচজনের মধ্যে তোফাজ্জল নামের একজন হারিয়ে গেছেন। তাঁরা বাকি চারজন লাইনে দাঁড়িয়ে আছেন। যে হারিয়ে গেছেন, তাঁর কাছে ফোন নেই। তাই এত মানুষের মধ্যে তাঁকে খুঁজে পাচ্ছেন না তাঁরা।
তোফাজ্জলকে ছাড়াই বাড়িতে ফিরবেন কি না জানতে চাইলে শুকুর আলী বলেন, ‘হেয় (তোফাজ্জল) তো ঢাহা শহর চিনে। আমাগো না খুঁইজা পাইলে সে একলাই বাড়িত যাব গা।’