নেত্রকোনায় ধানক্ষেতে মিলল তরুণীর গলা কাটা লাশ

নেত্রকোনায় এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের হোসেনপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের পশ্চিম হোসেনপুর এলাকার ধানক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে আছে দেখতে পেয়ে এগিয়ে যায় আশপাশের লোকজন। সেখানে গিয়ে বোরকা পরা অবস্থায় ওই তরুণীর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহনূর আলম জানান, লাশের পাশ থেকে একটি ব্লেড ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে মোবাইল চার্জার, বডি স্প্রে পাওয়া গেছে।
ওসি জানান, ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।