পল্লবীতে স্কুলে ছাত্রী ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকার একটি স্কুলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্কুলের অফিস কক্ষের ভেতরে ওই ছাত্রীকে শিক্ষক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম সুজন মিয়া। তিনি সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সুজন পল্লবীর ওই স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতেই পল্লবী থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এনটিভি অনলাইনকে বলেন, মামলার পর স্থানীয় লোকজনের সহায়তায় রাতেই শিক্ষক সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে।
ওসি জানান, ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।