শিল্পপতি হারুনার রশিদ খানের কুলখানি অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কুলখানি আজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল মুন্নু সিটিতে প্রয়াত হারুনার রশিদ খানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, হারুনার রশিদ খান একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও দানশীল ব্যক্তিকে হারিয়েছে।
কুলখানিতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম মোরশেদ খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, কবি আবদুল হাই শিকদার, আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রয়াত হারুনার রশিদের ছোট মেয়ের জামাই মাহমুদুর রহমান, হারুনার রশিদের বড় মেয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ছোট মেয়ে ফিরোজা মাহমুদসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ১ আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে গিলন্ড সিটিতে প্রতিষ্ঠিত মু্ন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি বিএনপি থেকে মানিকগঞ্জ-১ আসনে সাংসদ নির্বাচিত হন। এ ছাড়া ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।