নারায়ণগঞ্জে পাঁচজনকে হত্যার দায়ে ভাগ্নে মাহফুজের মৃত্যুদণ্ডাদেশ

নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় চাঞ্চল্যকর একই পরিবারের পাঁচজনকে হত্যার দায়ে একমাত্র আসামি মাহফুজুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তার এ আদেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন।
এর আগে গত ৩০ জুলাই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০১৬ সালের ১৬ জানুয়ারি নগরীর বাবুরাইল খানকা মোড় এলাকায় আশক আলী ভিলার নিচতলার দুটি কামরা থেকে দুই শিশুসহ পাঁচজনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা আক্তার, তাঁর ১০ বছরের ছেলে শান্ত, পাঁচ বছরের মেয়ে সুরাইয়া, ছোট ভাই মোরশেদুল এবং ছোট দেবরের স্ত্রী লামিয়া।
ঘটনার পরদিন নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিজ ভাগ্নে মাহফুজুর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্বে ছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাহফুজ তাঁর ছোট মামি লামিয়াকে বাসায় গিয়ে উত্ত্যক্ত করতেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞানের পর, শ্বাসরোধ ও পাথর দিয়ে মাথায় আঘাত করে পাঁচজনকে হত্যা করেন মাহফুজ।