মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নড়াইলের তকদির মোল্লা (৭০), বাসের চালক গোপালগঞ্জের রাসেল মোল্লা (৩৬), পিকআপের চালকের সহকারী মানিকগঞ্জের রাব্বী (১৬) ও পিকআপের চালক তসলিম (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে তসলিমের বাড়ি কোথায়, তা জানা যায়নি।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—সাধনা ঘোষ (৩৫), মিন্টু ঘোষ (৪৫), মুন আক্তার (৩০), নুরুল ইসলাম (৫০), সাথী আক্তার (২০), রোপা আক্তার (২৫) ও মাসুদ হোসেন (৩০)।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে গোলড়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রায়হান ক্ল্যাসিক পরিবহনের বাসের (চট্ট-মেট্রো ব-১১-০০১৭) সঙ্গে গোলড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো ১১-৫০২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসি।
এদিকে, মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহাদত হোসেন জানান, আহতদের মধ্য থেকে গুরুতর অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। ঢামেকে নিয়ে যাওয়ার পরপরই রাসেল মারা যান। পরে তাঁকে আবার মানিকগঞ্জ সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। আহত অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওসি এ কে এম মিজানুল হক আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।