মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় জলাবদ্ধতা

মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় উঠে এসেছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা। একটুখানি বৃষ্টি হলেই রাস্তাঘাটসহ অলিগলি হাঁটু পানিতে তলিয়ে যাওয়া এবং শহরের খালগুলো ভরাট হয়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনাও দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সদস্য এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভার একজন সদস্য এনটিভি অনলাইনকে জানান, আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের নির্ধারিত এজেন্ডাগুলো নিয়ে আলাপ-আলোচনার একপর্যায়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও ইউনেস্কোর অনাপত্তি প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরই একপর্যায়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শহরের জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে মানুষের দুর্ভোগের কথা জানান।
জলাবদ্ধতার জন্য ঢাকার খালগুলো ভরাট হয়ে যাওয়া এবং কোনো খালের উপর বক্স-কালভার্ট তৈরি করে সড়ক নির্মাণকে দায়ী করে একাধিক সদস্য বক্তব্য দেন। এ পর্যায়ে প্রধানমন্ত্রী ভবিষ্যতে আর কোনো খালে বক্স-কালভার্ট নির্মাণ না করার নির্দেশ দেন। খালগুলো উন্মুক্ত রেখে এর উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলেন। খালগুলো খনন করতে সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।