চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নেত্রকোনার মদন উপজেলায় দোকান থেকে সিগারেটের প্যাকেট চুরির চেষ্টার অভিযোগ এনে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। মাজহারুল নামের ওই শিশুর বয়স ছয় বছর।
গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের সামনের বাজারের একটি দোকানে মাজহারুল একটি সিগারেটের প্যাকেটে হাত দেয়। দোকানদার শান্ত মুন্সি সঙ্গে সঙ্গে শিশুটিকে পাশের একটি মেহগনি গাছে বেঁধে ফেলে। প্রায় দেড়-দুই ঘণ্টা এভাবে বেঁধে রাখার পর স্থানীয়রা এসে শিশুটিকে মুক্ত করে দেন।
মদন এলাকার চানগাঁও গ্রামের বাসিন্দা মুকুল মিয়া বলেন, ‘দুপুরের দিকে ছেলেটিকে বেঁধে রাখার খবর শুনতে পাই। পরে এলাকার আরো লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাঁধন খুলে দিই।’
মাজহারুল মদন উপজেলার দিনমজুর আজারুল ইসলামের ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে ছেলেটিকে তারা পায়নি।