এলজিআরডির দায়িত্ব নিলেন খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন।
সচিবালয়ে এসে পৌঁছালে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে তিনি মন্ত্রণালয়ের কাজ বুঝে নেন। এখন তিনি তাঁদের সঙ্গে একান্ত বৈঠক করছেন।
এর আগে সকালে মন্ত্রীর কক্ষের বাইরে নামফলক থেকে সৈয়দ আশরাফুল ইসলামের নাম সরিয়ে খন্দকার মোশাররফের নাম বসানো হয়। মন্ত্রণালয়ের ধোয়ামোছার কাজ সম্পন্ন করা হয়। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, পরিদপ্তর, দপ্তরের কর্মকর্তারা ফুল নিয়ে অপেক্ষা করেন।
গত বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি আগের মন্ত্রণালয়ে (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সৈয়দ আশরাফুল ইসলাম দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।