আমার রক্ত কখনো বিশ্বাসঘাতকতা করে না : আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তিনি কোনোদিন কোনো ব্যক্তিগত অর্জনের জন্য রাজনীতি করেননি। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তাঁর বাবা সৈয়দ নজরুল ইসলামের ভূমিকার কথা উল্লেখ করে ঢাকা অফিসার্স ক্লাবে আজ শনিবার এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন সদ্য দপ্তর হারানো মন্ত্রী আশরাফুল ইসলাম।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, সৈয়দ আশরাফুল ইসলাম মাহফিলে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমি কোনোদিন কোনো সুবিধার জন্য রাজনীতি করি নাই। আমার বাবাকে হত্যা করা হয়েছিল কিন্তু তিনি কোনোদিন বিশ্বাসঘাতকতা করেন নাই। এটাই আমার রক্ত।’
এর আগে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি আগের মন্ত্রণালয়ে (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সৈয়দ আশরাফুল ইসলাম দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের টালমাটাল রাজনীতিতে দেনদরবারের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারামুক্ত করে ও নির্বাচন আদায় করে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সরকারের ভেতরে অপরিহার্য হয়ে ওঠেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে দলের সাধারণ সম্পাদক এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হয় তাঁর ওপর।
সর্বশেষ ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর দলের ভেতরে তাঁর অবস্থান আরো সুদৃঢ় হয়।